বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর শাহজাহান মিয়াকে আজীবন সম্মাননা প্রদান ও বর্ষার কবিতা পাঠ অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি: বিশিষ্ট রবীন্দ্র গবেষক, বিক্রমপুর যাদু ঘরের কিউরেটর, বঙ্গীয়গ্রন্থ যাদুঘরের নির্বাহী সম্পাদক, এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর শাহজাহান মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাকে আজীবন সম্মাননা প্রদান ও বর্ষার কবিতা পাঠের এ অনুষ্ঠানের আয়োজন করে নবজাগরন পাঠক মেলা।
বিকালে শহরের আখতারুজ্জামান টাওয়ারে অবস্থিত মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন এডওয়ার্ড কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর শাহনেওয়াজ সালাম, এডওয়ার্ড কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর বজলুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল করিম, ঈশ^রদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পরিতোষ কুমার কুন্ডু, এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমজাদ হোসেন, শহীদ বুলবুল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান রসায়ন, রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য দেন নবজাগরন পাঠক মেলার সভাপতি রেজাউল করিম শেখ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন শাহজাদপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রউফ, সরকারি মহিলা কলেজের প্রভাষক বৈশাখী মজুমদার, মাউশি কর্মকর্তা কামাল হোসেন, বনগ্রাম কলেজের প্রভাষক আজিজুল ইসলাম, এমফিল গবেষক সালেক শিবলু।
কবিতা আবৃত্তি করেন পুজা বিশ্বাস, ফাতেমা শাহরিন স্মৃতি, শিমলা খাতুন, সিলভিয়া সবনম সুরভী, জান্নাতুল ফেরদৌস, আকরাম হোসেন, সাব্বির হোসেন, রাতুল খান, আরিফুল ইসলাম, মাহবুব মোল্লা, রাজু প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রফেসর শাহজাহান মিয়াকে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানটি হয়েছিলো বিশিষ্ট শিক্ষাবিদদের যেনো একটি মিলন মেলা। সূধীজন অংশ নেন অনুষ্ঠানটিতে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.