বিশাল লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ৩৭০ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনে ৬৪ বলে ৫৪ রান নিয়ে অপাজিত ছিলেন জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত। জাকির রান আউটে কাটা পড়লেও সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
তৃতীয় দিনেও সাবলীলভাবে ব্যাট করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির-শান্ত। তবে দলীয় ১৯১ রানে উইকেট হারায় বাংলাদেশ। ৯৫ বলে ৭১ রান করে রান আউটে কাটা পড়েন জাকির। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শান্ত।
১১৫ রানে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই এই ব্যাটার। এর আগে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক।
শান্তর পাশাপাশি মুমিনুলও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ১৩৩ বলে ১১২ ও মুমিনুল ৫২ বলে ৪৩ রানে অপরাজিত আছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.