বিল পাস, প্রতি জেলায় থাকবে শিশু আদালত

 

ঢাকা প্রতিনিধি: সব জেলায় শিশু আদালত প্রতিষ্ঠার বিধান রেখে সংসদে পাস হয়েছে সংশোধিত শিশু বিল ২০১৮। সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে দায়রা আদালত যে সব ক্ষমতা প্রয়োগ করতে পারে, শিশু আদালতও একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

মন্ত্রী বলেন, শিশুদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতের জন্য এই বিল।

এছাড়াও অধিবেশনে প্রশ্নোত্তরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংসদকে জানান, প্রবাসে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.