বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেনের রাস্তার কাজ পরির্দশনে রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদক: মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ কাজ পরিদর্শনে যান মেয়র। পরিদর্শনকালে মেয়র কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক খোঁজখবর নেন।

পরির্দশনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ১ম অংশের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। বর্তমানে রাস্তার দ্ইু পাশে ড্রেন নির্মাণ কাজ চলছে।

২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হচ্ছে। রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, সড়ক ডিভাইডারসহ সাইকেল লেন। ১ম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে।

এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণপার্শ্বের ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাই সাইকেল লেন রাখা হয়েছে। এছাড়া রাস্তার উভয় পার্শ্বের সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিটিসি-এইচই (জেভি)। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.