বিরামপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার-২০

দিনাজপুর প্রতিনিধি: বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২০ জন আসামীকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের বিরামপুর থানার পুলিশ। আজ সোমবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ১০০ সিসির টিভিএস মোটরসাইকেল, ৪ বোতল ফেন্সিডিলসহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ী এবং অন্য সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন: রাসেল মিয়া, হুমায়ন কবির ওরফে স্বপন, কার্তিক চন্দ্র সরকার, গনেশ চন্দ্র সরকার, প্রফুল্ল সরকার, নির্মল চন্দ্র সরকার, হরেন চন্দ্র সরকার, কৃষ্ণচন্দ্র সরকার, কান্দ সরকার, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, মর্জিনা বেগম, তসলিমা বেগম, মাছুরা বেগম, চায়না বেগম, শহিদুল ইসলাম, ইব্রাহিম, বাবুল হোসেন, আরজান হোসেন ও মনতাজুর রহমান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমুন কুমার মহন্ত বিটিসি নিউজকে জানান, বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন অন্যান্য মামলার আসামী, মাদক ব্যবসায়ী দুজন, সাজাপ্রাপ্ত একজনকে আটক করে দিনাজপুর জেলে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.