বিরামপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি: দেশের সুনামধন্য ও বহুল প্রচারিত, সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
বিরামপুর পৌরসভা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম। যুগান্তরের বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, ওসি তদন্ত মাহবুবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান রহমত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বকুল, আলম হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নজরুল ইসলাম, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ডাঃ নূরুল হক, স্বাধীন বাংলার প্রতিনিধি এএসএম মাসুদ রানা, যায়যায়দিন প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, ডেল্টা টাইমস প্রতিনিধি আবু সাঈদ, কালের কণ্ঠ প্রতিনিধি মাহবুর রহমান, দেশের পত্র প্রতিনিধি শাহ আলম মÐল, মানবকণ্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিম, উত্তরবঙ্গ প্রতিনিধি সেকেন্দার আলী, উত্তরকোণ প্রতিনিধি ডাঃ আব্দুর রশীদ, আমাদের সময় প্রতিনিধি আজহার ইমাম, সময়ের কাগজ প্রতিনিধি আব্দুর রউফ সোহেল, খবরপত্র প্রতিনিধি মাহবুবুর রহমান, আজকের প্রতিভার প্রতিনিধি হাফিজ উদ্দিন সরকার, করতোয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হক মানিক, খোলা কাগজ প্রতিনিধি রায়হান কবীর চপল, চাঁদনী বাজার প্রতিনিধি জাহিনুর ইসলাম, দাবানল প্রতিনিধি মিজানুর রহমান, মানবজমিন প্রতিনিধি আবু সাহাদৎ মোঃ মুছা, এশিয়ান টিভির প্রতিনিধি মানিক চৌধুরী, গণকণ্ঠের প্রতিনিধি নয়ন হাসান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মিলন রহমান, বাংলা টিভি প্রতিনিধি আব্দুস কুদ্দস,ঢাকা পোষ্ট প্রতিনিধি সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, রয়েল, খোরশেদ আলম মানিক, ছাত্রলীগের সাধরণ সম্পাদক মাসুদ রানা, মুরাদ কবীর।
অনুষ্ঠানে কেক কাটার পর যমুনা গ্রপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং যমুনা গ্রপের বর্তমান চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তর পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.