BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরল রোগে আক্রান্ত অভিজিৎ, প্রয়োজন ১০ লক্ষ টাকা

বিরল রোগে আক্রান্ত অভিজিৎ, প্রয়োজন ১০ লক্ষ টাকা

নাটোর প্রতিনিধি: ৬ বছরের শিশু অভিজিত সরকার। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকায়। তার বাবার নাম উত্তম সরকার, মা টপি রাণী সরকার। সবকিছু স্বাভাবিক ছিলো। স্বাভাবিক জীবন ভালই কাটছিলো। বাবা, মা নিয়ে সুখের সংসার। কিন্তু হঠাৎ করেই দানা বাঁধে বিরল একটি রোগ। তারপর থেকে অভিজিৎ এর স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায়।

গত এপ্রিল মাসে ছোট্ট অভিজিতের শরীরে এক বিরল রোগ ধরা পড়ে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মালিহা হাকীম বলেছেন- এ রোগের নাম লিউকোডায়োসট্রফি। এ রোগে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। প্রস্রাবেও সমস্যা তৈরি হয়।

অভিজিতের বাবা উত্তম সরকার জানান, অভিজিতের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। ডা. মালিহা হাকীম তাদের জানিয়েছেন- অভিজিতের লিউকোডায়োস্ট্রফির উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে, এজন্য প্রয়োজন কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।

অভিজিতের দরিদ্র পিতা বলেন, আমি গার্মেন্টসে ছোট চাকরি করি। এত টাকা কোথায় পাব! তাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অভিজিতের মা টপি রাণী বলেন, আমার একটাই সন্তান। একমাত্র সন্তান যখন বলে- ‘মা তোমায় আবার কবে দেখতে পাব’- তখন কষ্টে আমার বুক ফেটে যায়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আবেদন করলে সাধ্যমতো সহযোগিতার ব্যবস্থা করা হবে।

অভিজিতের সহযোগিতার জন্য তার মা টপি রাণীর ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখার ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯ সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য পাঠানো যাবে।

এছাড়া সাহায্য পাঠাতে বিকাশ-নগদ-রকেট নং ০১৭১০-৪৫৪৩২১ (ছেলের মা টপি রানী)।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিজিবি কর্তৃক রাজশাহীতে গাঁজাসহ আটক-১ রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানা লাগবে – তথ্য ও সম্প্রচার সচিব নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব সৈয়দ আলী আদমদীঘিতে শিক্ষার্থিদের রেডক্রিসেন্টের শীতবস্ত্র সংংগ্রহ বগুড়া-৩ আসনে জামায়াতের ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ বগুড়া-৩ আসনে জাতীয় পাটি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাজশাহীর -৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন রাজশাহীর পদ্মারচরে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ আরএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার-৩ জামালপুরে মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন