BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে করে ‘নজির’ গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

বিয়ে করে ‘নজির’ গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার সঙ্গী জোডি হেইডনকে বিয়ে করেছেন, যার ফলে তিনিই দেশের প্রথম নেতা যিনি ক্ষমতায় থাকাকালীন বিয়ে করলেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে রাজধানী ক্যানবেরায় এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যা সংসদীয় বছরের শেষ অধিবেশনের পরের দিন ছিল।

আলবানিজ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘আমাদের পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসাথে কাটানোর জন্য আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

গত বছর ভালোবাসা দিবসে এই দম্পতির বাগদান হয়। প্রধানমন্ত্রীর বিবাহের প্রস্তাব এবং বিবাহের অভ্যর্থনা উভয়ই তার সরকারি বাসভবন, দ্য লজে অনুষ্ঠিত হয়েছিল।

বড়দিনের আগ পর্যন্ত, নিরাপত্তা এবং সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বিয়ের পরিকল্পনা গোপন রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনে হেইডনের বাবা-মা এবং আলবেনিজের পূর্ববর্তী ঘরের পুত্র। আলবেনিজের কুকুর টোটো আংটি বহনকারী হিসেবে কাজ করেছিল।

এদিকে, প্রধানমন্ত্রী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিওও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে অতিথিরা তাদের উপর কনফেটি (কাগজের টুকরো) বর্ষণ করছেন এবং খুশি দম্পতি হেঁটে যাচ্ছেন।

এ সময় আলবেনিজের বেশ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভ্যর্থনা অনুষ্ঠানে তাদের প্রথম নৃত্য ছিল ফ্র্যাঙ্ক সিনাত্রার লেখা দ্য ওয়ে ইউ লুক টুনাইট।

এই দম্পতির আগামী সপ্তাহের সোমবার এবং শুক্রবার অস্ট্রেলিয়ায় হানিমুনে যাওয়ার কথা রয়েছে।

৬২ বছর বয়সী আলবানিজ এবং ৪৭ বছর বয়সী মিসেস হেইডন ২০২০ সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে প্রথম দেখা করেছিলেন।

সেই সময় এক যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেছিলেন যে তারা ‘একে অপরকে খুঁজে পেয়ে খুবই ভাগ্যবান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ