বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় মিলেছে

চট্টগ্রাম ব্যুরোবিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে বলে আজ সোমবার দুপুরে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ জানান, ব্যাবের ক্রিমিনাল ডাটাবেজের অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পলাশের ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে ডাটাবেজের একজন অপরাধীর তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।

মুফতি মাহমুদ জানান, ডাটাবেজে রক্ষিত তথ্য অনুযায়ী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর নাম মো. পলাশ আহমেদ, পিতা. পিয়ার জাহান সরদার, ঠিকানা. দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী, সে অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল আহমেদ/ মো. পলাশ। তার সিট নং ছিল-17A.

এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাইয়ের চেষ্টা করেন বিমানটির এক যাত্রী। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি ব্যর্থ করে দিয়েছে। রাত সোয়া ৭টার দিকে সেনা কমান্ডোদের অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে সে মারা যায়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.