বিমানবন্দরে ৩০টি সোনার বারসহ আটক-২

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটকদের মধ্যে একজন হলেন ইব্রাহীম খলিল। তিনি নিজেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তারক্ষী হিসেবে দাবি করেছেন। অপরজন হলেন কামাল নামে এক যাত্রী।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিটিসি নিউজকে বলেন, বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় ইব্রাহীম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তখন তিনি নিজেকে বিমানের নিরাপত্তারক্ষী হিসেবে দাবি করেছেন। তবে তার ইউনিফর্ম ও আইডি কার্ড ছিল না। তল্লাশি করলে তার কাছে ৩০টি সোনার বার পাওয়া যায়। তিনি কামাল নামে এক যাত্রীর কাছ থেকে এগুলো সংগ্রহ করেছেন বলে জানান। পরে কামালকেও আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে চোরাচালানের মামলা দিয়ে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার স্বপন বালমেকী / ঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.