বিভেদ সৃষ্টি করা হচ্ছে বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের পরিবারের মধ্যে: সোহেল তাজ

 

বিটিসি নিউজ ডেস্ক: আজ সন্ধ্যার দিকে তানজিম আহমদ সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীনের পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’

সোহেল তাজ আরও লেখেন, ‘আমার প্রিয় কাপাসিয়াবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দেবেন না।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর আজকের এই ফেসবুক পোস্টে ইতিমধ্যে ৬০০টির বেশি মন্তব্য এসেছে। এ ছাড়া তাঁর পোস্টটি শেয়ার হয়েছে ৬৫০-এর বেশি বার।

সোহেল তাজ দীর্ঘদিন ধরে দেশের বাইরে। মাঝেমধ্যেই তিনি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন। গত ৩১ মে তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি না। অনেক চিন্তাভাবনা করে একটি সমাধান পেয়েছি—ঈদের পর জানাব!’ এই স্ট্যাটাসে তাঁর অনেক অনুসারী এবং এলাকাবাসী তাঁকে এলাকায় ফিরে আসার অনুরোধ করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.