বিটিসি নিউজ ডেস্ক: নেত্রকোনায় নারী নেত্রীসহ গ্রেফতার ৩: নেত্রকোনায় যৌথবাহিনীর অভিযানে মহিলা দলের এক নেত্রী ও বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক সাবিনা দেওয়ান রনু, পৌর বিএনপির সদস্য ফরিদ ঢালী, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন বলেন, নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২: গাইবান্ধায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু ও বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা শহরের ফকিরপাড়া ও সদর উপজেলার বাদিয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবু সদর উপজেলার পলাশপাড়া এলাকার মমতাজ হকের ছেলে এবং সুমন বাদিয়াখালী ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের গোলাম ওয়াদুদ বাচ্চুর ছেলে।
বিটিসি নিউজকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতার দুই বিএনপি নেতা একাধিক নাশকতা মামলার আসামি। সদর থানা পুলিশ নাশকতা মামলায় তাদের গ্রেফতার করেছে।
শিবগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিনগত রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত উপজেলার বিহার, মোকামতলা ও দাড়িদহসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, গ্রেফতার প্রত্যেকেই মামলার আসামি। দলীয় বিবেচনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
গত ১৭ ডিসেম্বর উপজেলার ভায়েরপুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় মহাজোট প্রার্থী শরিফুল ইসলাস জিন্নাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.