বাগেরহাট প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রোববার (১২ আগস্ট) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা যুব ভবনে দিনব্যাপী সমাবেশ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণ চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। শুরুতে উপস্থিত যুবদের নিয়ে শপথ বাক্য পাঠ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর দেওয়ান মোহাম্মদ আবুজর। পরে উপপরিচালক মোঃ আব্দুল কাদের প্রেজেন্টেশনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় জেলার সফল উদ্যোক্তারা তাঁদের সাফল্যের গল্প শোনান। তাঁদের মধ্যে ছিলেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থা, রামপালের সভাপতি মোঃ সোহানুর রহমান; পথপ্রদর্শক যুব উন্নয়ন সংস্থা, মোংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; সফল আত্মকর্মী রুবেল হোসেন, সাবিনা ইয়াসমিন ও নাসরিন আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, জনপ্রতিনিধি এম এ সালাম, সমন্বয়ক বাগেরহাট জেলা বিএনপি, মোঃ রেজাউল করিম, আমীর জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাগেরহাট প্রমুখ।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসকে বাদশাহ, এনসিপি প্রতিনিধি লাবীব আহমেদ, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং জেলার বিভিন্ন যুব সংগঠনের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচির শেষ পর্যায়ে প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.