BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’

‘বিবিসি ‍১০০ ভাগ ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদ’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই মন্তব্য আসে এমন সময়, যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারির ওপর প্রশ্ন উঠেছে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং করদাতাদেরকে একটি বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে হচ্ছে।

ডকুমেন্টারিতে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একটি লিক হওয়া নথিতে দেখা গেছে, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্রিত করেছে। এতে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে ‘ফাইট লাইক হেল’ বলার অংশ দেখানো হলেও, সেই অংশ বাদ দেওয়া হয়েছে যেখানে তিনি শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে কণ্ঠস্বর শোনানোর আহ্বান জানিয়েছিলেন।

টেলিগ্রাফ জানায়, বিবিসি সোমবার সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া কমিটিতে পুরো ব্যাখ্যা দেবার এবং ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লেভিট বলেন, বিবিসির এই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও নির্বাচিত সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া সংবাদমাধ্যম। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যে গেলে হোটেলে বিবিসি চালু থাকলে তার দিনটাই নষ্ট হয়।

এই বিতর্কটি তৈরি হয়েছে মাইকেল প্রেসকট নামের সাবেক বিবিসি উপদেষ্টার একটি মেমো থেকে, যিনি এ বছর শুরুর দিকে পদত্যাগ করেছেন। মেমোতে বলা হয়েছে, প্যানোরামা ক্লিপের সম্পাদনা সম্পূর্ণ বিভ্রান্তিকর ছিল এবং ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে লড়াই করার আহ্বান দেননি—এ কারণেই কোনো ফেডারেল মামলা হয়নি।

প্রেস্কট আরও অভিযোগ তুলেছেন যে বিবিসি আরবিক সংবাদে গাজার যুদ্ধ কভার করার ক্ষেত্রে ‘প্রণালীগত সমস্যা’ রয়েছে, যা সিনিয়র ম্যানেজমেন্ট ঠিক মতো সমাধান করেনি। তিনি বলেন, সংবাদে অনেকবার এমন মন্তব্যকারীদের ব্যবহার করা হয় যারা এন্টিসেমিটিক বা হামাসপন্থী।

১৯ পৃষ্ঠার ওই নথিতে ট্রান্সজেন্ডার ইস্যুতে বিবিসির কভারেজকেও সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, সংস্থার কিছু কর্মী স্টোনওয়াল দৃষ্টিভঙ্গি প্রচার করছেন, এবং জটিল প্রশ্ন উত্থাপনকারী গল্পগুলো সংবাদ ডেস্ক দ্বারা প্রকাশ করা হচ্ছে না।

উত্তরে বিবিসি বলেছে, ‘ফাঁস হওয়া নথি নিয়ে আমরা মন্তব্য করি না, তবে যখন আমাদের কাছে প্রতিক্রিয়া আসে, আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করি। মাইকেল প্রেস্কট প্রাক্তন উপদেষ্টা ছিলেন, যেখানে আমাদের কভারেজের ভিন্ন মতামত নিয়মিত আলোচনা ও বিতর্কিত হত।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর বাড়িতে ককটেল, শ্বশুর বাড়িতে বিষ্ফোরণ সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে – দুলু বাগমারায় বিএনপি নেতার ৩টি পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি আদমদীঘিতে বিএনপি মহিলা দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত আদমদীঘিতে নিখোঁজের মাদরাসা ছাত্রের ১৭ দিনেও সন্ধান মিলেনি, হতাশ অভিভাবকরা আদমদীঘিতে ৯ম শ্রেনির ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণ কালে একজন আটক নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন তারেক রহমানের একটাই নির্দেশনা ঐক্য প্রতিষ্ঠা করা : মিলন Nationwide hot sale on realme C85 Pro driving customers to a rush!