বিবর্ণ ফুটবলে মৌসুমের হার সিটির

বিটিসি স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচজুড়েই ভুগতে দেখা গেল ম্যানচেস্টার সিটিকে। আক্রমণে তেমন কোনো ছাপ রাখতে পারেনি। তাতে ফলেও প্রভাব পড়ল। বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমে নিজেদের প্রথম হারের তেতো স্বাদও পেল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে আন্সো সেমেনিয়ো বোর্নমাউথকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান দ্বিগুণ করেন ইভানিলসন। শেষ দিকে ব‍্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন ইয়োশকো ভার্দিওল।
এদিন ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করে বোর্নমাউথ। সিটিকে চমকে দিয়ে নবম মিনিটে এগিয়ে যায় তারা। মিলোশ কেরকেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন সেমেনিয়ো।
বিরতির পর ৬৪তম মিনিটে ব‍্যবধান বাড়ায় বোর্নমাউথ। কেরেকেজের দারুণ নিচু ক্রসে চমৎকার স্লাইডে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন।
৮২তম মিনিটে ব‍্যবধান কমায় ম্যানসিটি। ইলকাই গুনদোগানের ক্রসে অনেকটা লাফিয়ে জোরাল হেডে বল জালে পাঠান ভার্দিওল।
এই হারে প্রিমিয়ার লিগে সিটির ৩২ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ল। যেখানে আসরে প্রথম হারে দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি। ১০ ম‍্যাচে তাদের পয়েন্ট ২৩। এদিনই পিছিয়ে পড়ার পরও ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নকে ২-১ গোলে হারানো লিভারপুল উঠে গেছে শীর্ষে। তাদের পয়েন্ট ২৫। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.