বিপিএল ফাইনালের টিকিট বিক্রি নিয়ে বিশৃঙ্খলা : টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা

ঢাকা প্রতিনিধি: আজ শুক্রবার সন্ধ্যায় গড়াবে বিপিএলের ফাইনাল। তবে টিকিটের দাবিতে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিসিবির নির্দিষ্ট বুথে ফাইনাল ম্যাচের কোনো টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা পুলিশ ও আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে প্রধান ফটক দিয়ে চত্বরের ভেতরে ঢুকে পড়ে।

একসঙ্গে প্রায় দুই হাজার মানুষ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় পুরো স্টেডিয়ামে। বেশ কিছুক্ষণ হট্টগোলের পর বিসিবির নিরাপত্তা বাহিনীর সদস্য, র‌্যাব ও পুলিশের বাড়তি ফোর্স মিলে তাদেরকে বের করে দিতে সক্ষম হয়।

বিপিএল ফাইনালের টিকিট বিক্রি কেন্দ্র করে মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন টিকিট প্রত্যাশীরা।

তাদের অভিযোগ, আগের দিন রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি তারা। শুধু তাই নয় বোর্ড কর্মকর্তাদের যোগসাজশে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে, এমনটাই দাবি টিকিট প্রত্যাশীদের।

বুথে টিকিট না মিললেও দ্বিগুণ-তিনগুণ দামে ব্ল্যাকে পাওয়া যাচ্ছে টিকিট। তাই রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। এমনকি ঘটেছে গাড়ি ভাঙচুরের ঘটনাও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.