‘বিপজ্জনক’ ফাইনাল উপভোগ করতে চান আনচেলত্তি

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোচ হিসেবে কার্লো আনচেলত্তি বাদে চ্যাম্পিয়ন্স লিগের চারটি শিরোপা জিততে পারেননি কেউ। দুর্দান্ত কীর্তির পর এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। শিরোপা নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেলে আনচেলত্তির শিরোপা সংখ্যা দাঁড়াবে পাঁচে। ফাইনাল ঘিরে ইতালিয়ান কোচের রয়েছে রোমাঞ্চ-উত্তেজনার পাশাপাশি ভয়ও। খেলোয়াড় ও নিজেকে যতটা সম্ভব ম্যাচটি উপভোগ করার বার্তা দিয়েছেন ৬৪ বর্ষী আনচেলত্তি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘এটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এমন একটি ম্যাচ যতটা পারা যায় উপভোগ করতে হবে। এরপর চিন্তা করতে হবে ম্যাচটি খারাপভাবেও যেতে পারে।’
‘আমরা এখন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির খুব কাছাকাছি রয়েছি। এখন উদ্দেশ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এই মুহূর্তে শিরোপা হাতছাড়া হওয়ার ভয় পেতেই পারেন। যত বেশি ভয়ে থাকবেন ট্রফি জিততে পারলে তত বেশি খুশি হবেন।’
‘চ্যাম্পিয়ন্স লিগ আচ্ছন্ন থাকার বিষয় নয়। আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা, নিজেদের সেরাটা দেয়া, যেমনটা আমরা মৌসুমজুড়ে করেছি। চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক না কেনো, আমার মনে হয় আমি এখনই বলতে পারি আমাদের মৌসুম খুবই সফল হয়েছে।’
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে স্পেনের লা লিগার দল রিয়াল মাদ্রিদ। তাদের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার শিরোপা জিততে পেরেছে এসি মিলান। অন্যদিকে দ্বিতীয়বার শিরোপা জয়ে লক্ষ্যে রিয়ালের মুখোমুখি হচ্ছে বরুশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.