বিনামূল্যে বীজ ও সার পেলো গুরুদাসপুরের ১৮০০ কৃষক

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধানের বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মিলনায়তনে ২০২১-২২অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.