বিদ্রোহী প্রার্থীর বাড়ির পাশে ককটেল বিস্ফোরণ, সাংবাদিকের বাইকে আগুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলামের (আনারস প্রতীক) বাড়ির পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাইফুলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বটতলাবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলামের বাড়ি সামনে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে মুখোশধারী ৭-৮ জন সন্ত্রাসী স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এর একপর্যায়ে তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে পালিয়ে যায়।
এ বিষয়ে চাটখিল থানার ওসি আবুল খায়ের বিটিসি নিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.