বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতার জন্য ইতালিকে দ্রুত চুক্তির আহ্বান

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য ইতালির সঙ্গে সমঝোতা স্মারক দ্রুত সই করা গেলে উভয় দেশ উপকৃত হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (১৪ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা। এ সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ইলেকট্রনিক ভেহিক্যাল, চার্জিং স্টেশন, সোলার ও সঞ্চালন লাইন ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।’ এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে নন বাইন্ডিং সমঝোতা স্মারক-এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন ইতালির রাষ্ট্রদূত। জ্বালানি, এলএনজি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থাও তুলে ধরেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.