বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ বাড়ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে বিনিয়োগে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে।
আজ শনিবার (২৭ নভেম্বর) ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নসরুল হামিদ।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতের আকার প্রায় ২৫ বিলিয়ন ডলার। প্রায় প্রতিদিনই বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব আসছে। বাংলাদেশের ব্যপারে তাদের এই আত্মবিশ্বাসের উৎস কি? কারণ বাংলাদেশ সারাদেশে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর আমাদের জন্য একটা মাইলফলক। অনেক দেশই এই মাইলফলক অর্জন করতে পারে না। তাই আমাদের সামনে এখন অনেক বড় মিশন। এই বছরটা বিশেষ কারণ এ বছরই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না।
সভাপতির বক্তব্যে আইইউবি’র উপাচার্য তানভীর হাসান পিএইচডি, বলেন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাই আইইউবি’র লক্ষ্য। ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে গোটা পৃথিবী আরও বেশি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে। ভবিষ্যতে অনেক কাজই যন্ত্রের সাহায্যে সম্পাদন করতে হবে। সুতরাং মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করার সময় এসেছে।
২০২০ সালে অসাধারণ ফলাফলের জন্য ২টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, যথাক্রমে ভাইস চ্যান্সেলরস অনার লিস্ট এবং ডিনস অনার লিস্ট। ভাইস চ্যান্সেলরস অনার লিস্টভুক্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং ডিন’স অনার লিস্টভুক্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.