বিদ্যা বালানের ঘর ভাঙার গুঞ্জন
বিটিসি নিউজ ডেস্ক: বলিউডের মেধাবী অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন বছরের প্রথম দিনে। ৩৭তম জন্মদিনে গুঞ্জন উঠেছে তাঁর বিবাহ বিচ্ছেদের।
কী এমন দ্বন্দ্ব যে জন্মদিনের আগে ভ্রমণের জন্য বিমানে উঠেও নেমে যেতে হল? তাহলে কি বিবাহ বিচ্ছেদের দিকে গড়াচ্ছে বিদ্যা বালানের সম্পর্ক?
এমন গুঞ্জন যখন উড়ে বেড়াচ্ছে বলি মহলে তখন জানা গেলো বিমান থেকে নেমে যাওয়ার আসল কারণ।
আসলে গন্তব্যে যাওয়ার মুখে বিমানের ভিতরেই আচমকা পিঠে খুব ব্যাথা শুরু হয় বিদ্যার। তৎক্ষণাৎ চিকিৎসাকর্মীদের ডেকে আনা হয়। পরিস্থিতি গুরুতর দেখে বিদ্যাকে বিমান থেকে নামিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাকে। পরে বিদ্যাকে নিয়ে মুম্বাই ফেরেন সিদ্ধার্থ।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আনন্দিত বিদ্যা বালান। জন্মদিনটি পরিবারের লোকজনদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
খুব শীঘ্রই অমিতাভ বচ্চন ও নওয়াজ উদ্দিন সিদ্দিকির সাথে বড় পর্দায় আসছেন বিদ্যা বালান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.