বিদেশী পিস্তল-গুলিসহ জেএমবি’র ২ সদস্য গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন: আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)।
গত সোমবার (২৯ মার্চ) তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম। এ সময় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ৪টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য উল্লেখ করে তেজগাঁও জোনাল টিম সংবাদমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির কয়েকজন সদস্য নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত ২ জনকে অস্ত্র-গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.