বিদেশিরা মুখ ফিরিয়ে নিলেও প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে দেখিয়েছে – এমপি মোরশেদ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: বিদেশিরা যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে সেখানে পদ্মাসেতু করে দেখিয়েছে যা এখন বহির্বিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেন নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজিবপুর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ পলাশ ভূঁইয়ার নিজস্ব কার্যালয় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি আরো বলেন,প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া গ্রামগঞ্জে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আশাকরি আগামী কিছুদিনের মধ্যেই বারগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও রাজিবপুরের জরাজীর্ণ দুটি রাস্তার কাজ করে এ উন্নয়ন আরো তরান্বিত করতে পারবে বলেও মনে করেন তিনি।
এর আগে রাজিবপুর ভোরের বাজারে অবস্থিত ওয়ার্ড মেম্বারের নিজস্ব কার্যালয়ের ফিতা কেঁটে উদ্বোধন করেন এমপি মোরশেদ আলম।
সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মানিকের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন,বারগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম বিএসসি,উপজেলা আ”লীগ সদস্য ও বারগাঁও ইউনিয়ন আ”লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক মোল্লা,২নং রাজিবপুর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ পলাশ ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপন,বারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম লিটন,রাজিবপুর ওয়ার্ড আ”লীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ আল সায়েম,আ”লীগ নেতা বেলাল মাষ্টার,মোঃ সুমন,কাউসার আহমেদ,জাকির হোসেন, যুবলীগ নেতা সিদ্দিক, ছাত্রলীগ নেতা মোঃ সাগর,আব্দুল্লাহ আল-মামুনসহ ইউনিয়ন আ”লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.