বিদায়ী টেস্টে সাউদি ঝড়, প্রথম দিনে নিউজিল্যান্ডের হাসি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটন টেস্টই যে এই সংস্করণে নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদির শেষ যাত্রা, সেটি আগেই জানা। তাই সেডন পার্কে আজ মেয়েকে কোলে নিয়ে মাঠে ঢুকেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। টেস্টের প্রথমদিনে নিজের আসল কাজ বোলিং না পেলেও ব্যাট হাতে হাঁকিয়েছেন ৩টি ছক্কা।
প্রথম দুই টেস্ট হেরে ৩ ম্যাচের সিরিজ আগেই খুইয়েছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিনের প্রথম দিনটা অবশ্য হাসিতেই শেষ করেছে স্বাগতিকরা। এদিন ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে ফেলেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ওপেনার টম ল্যাথামের ব্যাটে। 
আজকের দিনটা নিউজিল্যান্ডের জন্য ছিল উত্থান-পতন-উত্থানের। উদ্বোধনী জুটিতে ১০৫ রান তোলা দলটি ২ উইকেট হারিয়েই করে ফেলেছিল ১৭২ রান। তবে এরপর হঠাৎ ছন্দপতন। ২৩১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে কিউইরা। সেখান থেকে অষ্টম উইকেটে ৪১ ও নবম উইকেটে ৩১ রান যোগ হলে তিন শ পার করে দলটি।
ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন অধিনায়ক ল্যাথাম ও উইল ইয়াং। ৩১তম ওভারে পেসার গাস অ্যাটকিনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪২ করা ইয়াং। ১৪২ রানে পতন হয় দলের সর্বোচ্চ স্কোরার ল্যাথামের। ৪৪ রান আসে তিনে নামা কেন উইলিয়ামসনের ব্যাটে। এরপর উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি রাচিন রবীন্দ্র, ড্যারিয়েল মিচেল ও টম ব্লান্ডেল। ৫ রান করে আউট হন গ্লেন ফিলিপস। এরপর দলের হাল ধরেন মিচেল স্যান্টনার।
অষ্টম উইকেটে মিচেল স্যান্টনার–ম্যাট হেনরি ৫৪ বলে ৪১ রানের জুটি গড়েন। এরপর টিম সাউদিকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন স্যান্টনার। যেখানে সাউদির অবদানই ২৩ রান। ১০ বলের ঝোড়ো ইনিংসে ১টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান সাউদি। দিন শেষে ৫০ রানে অপরাজিত স্যান্টনার। তাঁর সঙ্গী উইল ও’রুর্কি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট গুস অ্যাটকিনসন ও ম্যাথিউ পটসের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.