বিডিআর বিদ্রোহ মামলার রায় কার্যকর হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহ মামলার বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে। মামলার পরবর্তী ধাপের বিচার চলমান রয়েছে। সেটার বিচারও খুব শিগগির শেষ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। তিন বলেন, ‘এ ধরনের নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা ঘটবে আমরা তা কল্পনাও করিনি।’
মন্ত্রী বলেন, ‘কতিপয় বিপথগামী বিডিআর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটার রায় কার্যকর করা হবে।’ তিনি বলেন, ‘আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্যধারণ করে আসছেন, এভাবে ধৈর্যধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচারকাজ শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে।’
বিচারকাজ দীর্ঘ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের সব কিছু উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এ ছাড়া স্বাক্ষী জোগাড় করতেও বেশ সময় লাগেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম এ ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। আর, বিচারকেরা সেটাই করেছেন। যে মামলাটি চলমান রয়েছে, সেটা খুব শিগগির শেষ হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.