বিটিসি স্পোর্টস ডেস্ক: টনি ক্রুসের কড়া ট্যাকলে চোট পেয়ে পেদ্রির মাঠ ছাড়ার সময়ই উঁকি দিয়েছিল শঙ্কা। সেটাই সত্যি হলো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি অংশ থেকে ছিটকে গেলেন স্পেনের এই মিডফিল্ডার।
প্রথম কোয়ার্টার-ফাইনালে শুক্রবার রোমাঞ্চকর লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে স্পেন। উত্তেজনায় ঠাসা ম্যাচটির চতুর্থ মিনিটে বল দখলের লড়াইয়ে পেদ্রিকে ওই ট্যাকল করেন ক্রুস। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে কাতরাতে থাকেন স্পেন দলের গুরুত্বপূর্ণ এই সদস্য।
প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন পেদ্রি। কিন্তু দুই মিনিট পরই হাল ছেড়ে দেন তিনি। তার জায়গায় দানি ওলমোকে বদলি নামান কোচ লুইস দে লা ফুয়েন্তে। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ২১ বছর বয়সী এই ফুটবলার। পরে দেখা যায়, বাঁ হাঁটুতে ব্যান্ডেজ লাগিয়ে বেঞ্চে বসে আছেন তিনি।
ম্যাচের পরদিন স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করে, পেদ্রির বাঁ হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট ধরা পড়ার কথা। ইউরো থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন তিনি।
মারাত্মক ট্যাকেল করে পেদ্রিকে গুরুতর আহত করার জন্য ক্ষমা চেয়েছেন ক্রুস। জার্মান এই তারকা মিডফিল্ডার পেদ্রির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গত মাসে রেয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলকে বিদায় জানান টনি ক্রুস। আর জার্মানির হয়ে এবারের ইউরো যে তার শেষ টুর্নামেন্ট, আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। স্পেনের বিপক্ষে হেরে শেষ হয়ে গেছে তার ফুটবল ক্যারিয়ার।
সামাজিক মাধ্যমে বিদায়ী বার্তা দেওয়ার পাশাপাশি পেদ্রির কাছে ক্ষমাও চান ৩৪ বছর বয়সী সদ্য সাবেক এই তারকা মিডফিল্ডার।
“আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই; পেদ্রির কাছে ক্ষমা চাচ্ছি এবং আশা করি সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। সত্যিই তোমাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি এবং শুভকামনা রইল। তুমি দারুণ একজন খেলোয়াড়।”
পেদ্রির বদলি নামা ওলমোর গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় স্পেন। ৫১তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে গোলটি করেন তিনি। পরে ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজের গোলে সমতা ফেরায় জার্মানি।
অতিরিক্ত সময়ের এক মিনিট বাকি থাকতে স্পেনকে জয়সূচক গোলটি এনে দেন মিকেল মেরিনো। সেখানেও জড়িয়ে আছে ওলমোর নাম। তার চমৎকার ক্রস থেকেই দারুণ হেডে গোলটি করেন মেরিনো।
আগামী মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে পেদ্রি ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই খেলোয়াড়কে পাবে না তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় খেলতে পারবেন না সেন্টার-ব্যাক হবাঁন লু নহমাঁ। জার্মানি ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখা দানি কারভাহালকেও আসছে ম্যাচে পাবে না স্পেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.