বিটিসি নিউজ এবং বিটিসি চ্যানেল পরিবারের একাংশ রাজশাহী আর.এম.পি সদরদপ্তরে সৌজন্য সাক্ষাত”‘

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ বুধবার-৩০মে-২০১৮ইং দুপুর-১২:৩০মিনিটে আরএমপি সদরদপ্তরে সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার জনাব মো: ইফতেখার আলম এর সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময়, করেন বিটিসি নিউজ  এবং  বিটিসি চ্যানেল এর চেয়ারম্যান, জনাব মো: আনোয়ার আকতার কাজল, সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা।
এ ছাড়াও সাথে ছিলেন “ক্রাইম রিপোর্টার- শিমুল-রাজ”, “উপস্থাপক-হিরো”, “ফটো সাংবাদিক-সৈয়দ নাবিল”।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.