বিজয় দিবসে রাবি ছাত্রলীগের সেচ্ছায় রক্তদান কর্মসূচী

রাবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। আজ সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রক্তদান কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। কর্মসূচিতে স্বেচ্ছায় প্রদান করা রক্তের ব্যাগগুলো দুস্থদের সহায়তার জন্য রাজশাহী মেডিকেল কলেজের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘সন্ধানী’র কাছে হস্তান্তর করা হয়।
সংগঠন ‘সন্ধানী’ সূত্রে জানা গেছে, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা মোট ৩০ ব্যাগ রক্ত দিয়েছে।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রলীগ বিশ্বাস করে একের রক্ত অন্যের জীবন। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং বঙ্গবন্ধুর আদর্শিত পথে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ কর্মসূচি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.