BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে

বিটিসি বিনোদন ডেস্ক: কয়েক দিন ধরেই টালিউড অভিনেত্রী পার্নো মিত্রের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে পশ্চিম বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে রাজনীতিতে পার্নোর নতুন অধ্যায়ের সূচনা হলো।

শুক্রবার তৃণমূলের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন পার্নো মিত্র। দলীয় পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় তাকে। এই মুহূর্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়।

দলে যোগ দেয়ার পর পার্নো মিত্র বলেন, এক সময় তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তবে তার প্রত্যাশা অনুযায়ী বিষয়টি এগোয়নি।

তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।’ তার বক্তব্যে অতীত সিদ্ধান্ত নিয়ে আত্মসমালোচনার সুর স্পষ্ট ছিল।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, পার্নো মিত্র ২০১৯ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচিতে তাকে তেমন সক্রিয়ভাবে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র।

সে সময় বিজেপি একাধিক তারকা প্রার্থীকে নির্বাচনে নামিয়েছিল, যার মধ্যে ছিলেন, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীর মতো পরিচিত মুখ। ওই নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।

অভিনয়জীবনে পার্নো মিত্রের পথচলা শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার পরিচালিত ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা। বড় পর্দায় তাকে প্রথম নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন। এরপর ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’সহ একাধিক প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন তিনি।

টালিউডের পাশাপাশি ঢাকার চলচ্চিত্রেও কাজ করেছেন পার্নো মিত্র। বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে তিনি অভিনয় করেছেন ‘বিলডাকিনি’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এবার নতুনভাবে সক্রিয় হতে চাওয়ার বার্তা দিলেন এই অভিনেত্রী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ