নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ১ বিজিবি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)’র তালাইমারী বিওপি টহলদল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মতিহার থানার পারহাউজ স্থান দিয়ে মাদক পাচারের জন্য রিক্সাসহ ওতপেতে বসে আছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষনিক টহলদল ঘটনাস্থালে হানা দিলে রিক্সা ফেলে কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। সে চারঘাট থানার মীরকামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩)।
আটককের সময় তার রিক্সা তল্লাশী করে সিটের নীচে মোড়ানো একটি পলিথিনের ব্যাগ থেকে .২শত৫০ গ্রাম গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা ও রিক্সা মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীণ আছে আছে বলে বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















