বিজিবির কাছে হেরে গেল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজিবি ২-০ সেটে বিএসএফকে পরাজিত করে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা বিজিবি -৩৩ ব্যাটালিয়নের ভোমরা রাশেদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবি এবং ১০২-বিএসএফ ব্যাটালিয়ন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত ভলিবল খেলাটি উপভোগ করেন এলাকাবাসী।
এছাড়া বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 
দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সীমান্তে চোরাচালান রোধ, সীমান্ত হত্যা বন্ধ এবং দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এ আয়োজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.