বিজিবির অভিযানে সোনামসজিদ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার! 

বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক, হ্যাকার, ছিনতাইকারীসহ কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার (০৪ মার্চ) ২০২২ ইং তারিখ দুপুর ১-টার দিকে বাটুলপাড়া কলাবাগানে এই অভিযানটি চালানো হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১-টার দিকে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ব্যাগ হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.