BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের পর অভিবাসী ও শ্রমজীবী শ্রেণিকে ধন্যবাদ জানালেন মামদানি

জোহরান মামদানির ঐতিহাসিক জয়, সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়লাভের পর জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে শহরের বহুজাতিক অভিবাসী সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন ‘ইয়েমেনি বোদেগা মালিক’ ও ‘ইথিওপিয়ান আন্টি’দের, যারা শহরের বৈচিত্র্য ও শ্রমনিষ্ঠার প্রতীক।

মঙ্গলবার (৪ নভেম্বর) ব্রুকলিনে অনুষ্ঠিত নির্বাচন-রাতের সমাবেশে মঞ্চে উঠে মামদানি বলেন, ‘আজ রাতে নিউ ইয়র্কবাসীরা পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন—একটি নতুন ধরনের রাজনীতির ম্যান্ডেট, একটি এমন শহরের জন্য ম্যান্ডেট, যা আমরা সাধ্যের মধ্যে রাখতে পারি। এবং এমন এক সরকারের জন্য ম্যান্ডেট, যা সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।’

মামদানি তার বক্তব্যে শহরের অভিবাসী শ্রমজীবী শ্রেণির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই ইয়েমেনি বোদেগা মালিকদের, সেনেগালের ট্যাক্সি চালকদের, উজবেক নার্সদের, ত্রিনিদাদের লাইন কুকদের এবং ইথিওপিয়ান আন্টিদের—যারা প্রতিদিন এই শহরকে চালিয়ে নিচ্ছেন।’

তিনি যোগ করেন, ‘নিউ ইয়র্কের তরুণ প্রজন্ম দেখিয়েছে যে, একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন আর অতীতের কোনো স্মৃতিচিহ্ন নয়। তারা প্রমাণ করেছে, রাজনীতি যখন মানুষকে সম্মান দিয়ে কথা বলে, তখন নেতৃত্বের এক নতুন যুগের সূচনা সম্ভব।’

মামদানির এই ভাষণকে বিশ্লেষকরা নিউ ইয়র্কের বহুসাংস্কৃতিক ঐক্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখছেন, যা তার প্রশাসনের আগাম নীতিমালার দিকনির্দেশনাও ইঙ্গিত করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?