বিচারের বাণী নিভৃতে কাঁদে! দুই বছরেও শেষ হয়নি তদন্ত প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছরেও শেষ হয়নি একটি মামলার তদন্ত প্রক্রিয়া। মোঃ কোরবান আলী (১৯),পিতা মোঃ লুৎফর রহমান, মহল্লা রাজপাড়া,থানা রাজপাড়া,জেলা রাজশাহী গত ১৬/০৯/২০১৯ ইং তারিখে চীফ মেট্রোপলিটন আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আসামী ১)মোঃ সাব্বির (১৯),পিতা মৃত আসলাম,মহল্লা রাজপাড়া, থানা রাজপাড়া,জেলা রাজশাহী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন এর বিরুদ্ধে।
ধারা১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ (২)/৩৪ দ: বি:।বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ পূর্বক তদন্তের জন্যে ও সি রাজপাড়াকে নির্দেশ প্রদান করেন।
জনাব তদন্তকারী কর্মকর্তা মামলাটি দীর্ঘদিন যাবত তদন্ত করে বাদির কথিত মতে কিছু টাকা প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা কে। কিন্ত অজ্ঞাত কারণে জনাব তদন্তকারী কর্মকর্তা ঘটনাটি সত্য হওয়া সত্বেও বাদির বিপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বাদী নারাজী দরখাস্ত দাখিল করলে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ প্রদান করেন পি বি আই, রাজশাহীকে বলে জানান বাদী।
ঘটনাটি সার্বিক অনুসন্ধানে জানা যায় যে,বাদী একজন বাক প্রতিবন্ধী, সে কিছুটা তোতলা, বাদী বাক প্রতিবন্ধী হওয়ায় আসামীরা প্রায় বাদীকে উত্যক্ত করিত, উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া আসামীর সাথে বাদির কথা কাটাকাটি হয়। এবং ১নং আসামী হত্যার হুমকি প্রদান করেন।
উক্ত মনোরাগে ১০/০৯/২০১৯ ইং তারিখে রাত্রি অনুমান ৮.০০ ঘটিকায় রাজপাড়া থানাধীন রাজপাড়া গ্রামে আমজাদ জর্দ্দা ফ্যাক্টরির সামনে আসামী সাব্বির (১৯) ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তি সাথে লইয়া বাদীকে ঘিরিয়া ধরে এবং প্রত্যেক আসামির হাতে হাসিয়া,পাসলি,হকিস্টিক,লোহার রড সহ বাদীকে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে ১ নং আসামী সাব্বির বাদীকে হত্যার উদ্দেশ্যে পার্শ্বে থাকা গোটা ইট দ্বারা মাথায় আঘাত করতে উদ্যত হইলে বাদী একটু মাথা সরাইয়া লইলে ইটের আঘাত বাদির বাম কানে লাগিয়া গুরুতর মারাত্মক রক্তাক্ত জখম হয়, একপর্যায়ে বাদী মাটিতে পড়িয়া গেলে বাদির প্যান্টের পকেটে থাকা ১০,০০০/- টাকা জোর পূর্বক করিয়া লই। টাকাটি বাদী একটি সমিতি হতে লোন করে।
অতপর বাদী ১০/০৯/১৯ হইতে ১১/০৯/১৯ ইং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাদী আরও জানায় আসামী ও তার ভাড়াটিয়া মাস্তান এখনও বাদীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করিতেছেন।বাদী চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করিতেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.