লালমনিরহাট প্রতিনিধি:বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট জেলা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। এখানকার মানুষের জীবন মানোন্নয়নে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে হবে।
রবিবার বিকেলে আলোকিত লালমনিরহাট -আমাদের অঙ্গীকার এই শ্লোগানে জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুযোগ থাকা সত্ত্বেও লালমনিরহাটের কোন উন্নয়ন করেনি বিগত স্বৈরাচারী সরকার। তাছাড়াও আলোকিত মানুষ গড়তে নানারকম সামাজিক অপরাধগুলো দমন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তবে গনতান্ত্রিক সরকার না হলে উন্নয়ন বিঘ্নিত হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে সাবেক প্রফেসর নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আলোকিত লালমনিরহাটের ব্যানারে এ সমাবেশে লালমনিরহাট জেলার উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা ও পরামর্শ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সুশীল সমাজের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.