বিক্ষোভে উত্তাল সুদান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল সুদান। বৃহস্পতিবার সামরিক বাহিনীর বিরুদ্ধে আবারও দেশটির রাজধানী খারতুমের রাস্তায় নামেন আন্দোলনকারীরা।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। খবর সিএনবিসি।
স্লোগানে স্লোগানে মুখর সুদানের রাজধানী খারতুমের রাজপথ। বৃহস্পতিবার হাতে পতাকা নিয়ে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেন দেশটির কয়েক হাজার মানুষ। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা।
এক আন্দোলনকারী বলেন, ‘তারা আমাদের থামাতে পারবে না, তারা এটা জানে। জোর করে কতদিন ক্ষমতায় থাকবে? যত দিন-না তারা ক্ষমতা থেকে সরে যাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।’
এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টা পরই সুদানিজ কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ মুখতার আল খতিবকে সুদানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে বলে জানায় গণমাধ্যম।
গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আটক করে সুদানের ক্ষমতা দখলে নেয় সামরিক বাহিনী। এর পর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ। এ আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। (সূত্র: সিএনবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.