বিক্রি করা বাচ্চা ব্রাকের সহযোগীতায় উদ্ধার


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার বিক্রি করা ছেলেকে উদ্ধার করেছে বেলকুচি ব্রাক এনজিও। গত (১৫ মার্চ) টাঙ্গাইল পৌর এলাকা থেকে চৌহালী থানা পুলিশের সহযোগীতায় ও ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এইচ আর এল এস অফিসার চন্দনা খাতুন ভিকটিমের মাকে সাথে নিয়ে ১ বছরের শিশু ফাতেমাকে উদ্ধার করে।
ব্রাকের অফিসার চন্দনা খাতুন জানায়,আমার পূর্বের অফিসার খাতিজার নিকট অভিযোগ দেয়। দুই মাস পূর্বে রাজিয়া খাতুন (২৫) পারিবারিক কলহের কারনে ব্রাক আইন সহায়তা অফিসে এসে তার স্বামী বাবু মোল্লার বিরুদ্ধে অভিযোগ করে। বাবু মোল্লা চৌহালী উপজেলার চরধীপপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পারিবারিক কলহের জেরে বাবা বাচ্চাটিকে এক ব্যক্তির নিকট বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।
অভিযোগের প্রেক্ষিতে চৌহালী থানাকে বিষয়টি অবহিত করি এবং দুইমাস খোঁজাখুজির পর বাচ্চাটিকে উদ্ধার করা হয়। বাচ্চটিকে পরে মায়ের নিকট হস্তান্তর করা হয়।
বাচ্চার মা রাজিয়া খাতুন বিটিসি নিউজকে জানায়,আমার বাচ্চটিকে স্বামী বিক্রি করে দেয়ায় ব্রাকের আইন সহায়তা কেন্দ্র বেলকুচি অভিযোগ করি। পরে তাদের পরামর্শে ৯৯৯ এ ফোন করি। পরে থানা পুলিশ ও ব্রাকের সহযোগীতায় আমার বাচ্চাকে উদ্ধার করে আমাকে ফিরিয়ে দেয়,আমি অনেক খুশী ধন্যবাদ জানাই ব্রাক ও থানা পুলিশকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.