বিকেলে মাঠে নামছে আফগানিস্তান-বাংলাদেশ

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে রয়েছে আফগানিস্তান। ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানদের সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সিরিজের শেষ ম্যাচে বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ ধাপ এগিয়ে আফগানিস্তানের অবস্থান ১৫৭তম। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতা সাফ থেকে বেড়িয়ে গিয়ে মধ্য এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছে আফগানরা। ফুটবলে আরও ওপরে অবস্থানের লক্ষ্যে দলটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কুয়েতের সাবেক ফুটবলার আব্দুল্লাহ আল মুতাইরিকে।
মধ্য এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা আফগানদের গত ম্যাচে হারানোর দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুই টাইগার ফরোয়ার্ড রাকিব হোসেন ও শেখ মোরসালিনের গোল ব্যর্থতায় ঘরের মাঠে বাগে পেয়েও হারাতে পারেনি হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। তিন তিনটি গোলের সহজ সুযোগ নষ্ট করায় কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না বাংলাদেশ।
আজ আরেকবার সুযোগ থাকছে আফগানদের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়ার। প্রীতি ম্যাচ হলেও জিততে পারলে রেটিং পয়েন্ট বাড়বে স্বাগতিকদের ঝুলিতে। তবে বাংলাদেশর কাছে র‌্যাংকিং থেকেও গুরুত্ব ভালো ফুটবল খেলা। কারণ আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে জামাল ভূঁইয়ার দল। সেই লড়াইয়ে হারলেই এক বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাবে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই আফগানদের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বলেন, ‘মালদ্বীপ ম্যাচ দুটিকে সামনে রেখে আমরা একটি প্রস্তুতি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যতটুকু সময় আছে সেটা কাজে লাগিয়ে আমরা প্রস্তুতির সেরা পর্যায়ে পৌঁছাতে চাই। অবশ্যই আমাদের চোখ উন্নতিতে এবং একই সঙ্গে ম্যাচটা জেতার আশাও করছি।’
এশিয়া কাপে বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারের প্রতিশোধ নিতে চান আফগান কোচ মুতাইরি। অধিনায়ক জামাল ভুঁইয়া আফগান কোচের ইচ্ছে পূরণ হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আফগানিস্তানকে ক্রিকেটে হারানোর জন্য আমি সত্যিই আনন্দিত। তবে গতম্যাচে আমরাও জিততে পারতাম। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারিনি বলে হয়নি। আবার একটা সুযোগ আমরা পাচ্ছি। এবার গোলের সুযোগগুলো কাজে লাগাতে হবে। তিনি (আফগানিস্তানের কোচ) যা চান, তা আমরা হতে দেব না।’
এর আগে ১০ বার ফুটবলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানদের দুই জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে একবার। বাকি ছয়টি ম্যাচ ড্র করেছে দুদল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.