বিকট বিস্ফোরণে কেঁপে উঠল আফগান-ইরান সীমান্ত

(বিকট বিস্ফোরণে কেঁপে উঠল আফগান-ইরান সীমান্ত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ইরান সীমান্তের দ্য ইসলাম কালা স্থলবন্দরে তেল ট্যাংকারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৬০ জনের আহত হয়েছেন।
বিস্ফোরণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেখানকার সব স্থাপনা। বন্ধ রয়েছে ইরান থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত বিস্ফোরণ, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ ওই বিস্ফোরণের পর স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া ইরান থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে পশ্চিমা পর্যবেক্ষণ সংস্থা বার্তা সংস্থা রয়র্টাসকে জানিয়েছে, বিস্ফোরণে অর্ধশত মানুষ আহত হন।

কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় স্বাস্থ্যকর্তা মোহাম্মদ রাফিয়া সিরাজ জানিয়েছেন, ১৭ জনকে প্রাথমিক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.