বিএসটিআই রাজশাহী কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা

বিএসটিআই প্রতিবেদক: পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে পাবনা জেলার ফকিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মেসার্স আল মারাহ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, ফকিরপুর, মালঞ্চি,সদর, পাবনা নামীয় কারখানায় মশার কয়েল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে এবং অবৈধ ভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন,২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী ৫০০০০/-জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম। সার্বিক সহায়তায় পাবনা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.