বিএসটিআই রাজশাহী’র উদ্যোগে ভ্রাম্যমান আদালত-সার্ভিল্যান্স টীমের অভিযান

বিএসটিআই প্রতিবেদক: বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে নভেম্বর,২০২০ মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় সর্বমোট ০৯টি ভ্রাম্যমান আদালতে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় ২৯টি মামলায় ৭২,৫০০/- (বাহাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ১১টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ১৬টি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং বিভাগের সকল জেলার বিভিন্ন উপজেলায় ‘বিএসটিআই আইন,২০১৮’ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ০৪টি ভ্রাম্যমান আদালত ও ১৫টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে গত ৩০-১১-২০২০খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লিটন চন্দ্র দে এর নেতৃত্বে এবং বিএসটিআই জনাব মোঃ মোন্নাফ হোসেন, সহকারী পরিচালক; জনাব মোঃ আবুল কায়েম, জনাব মোঃ কামরুল পলাশ কর্মকর্তাদের সহযোগিতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে মেসার্স সিটি ম্যাক্স ক্লথ স্টোর এন্ড কসমটিক্স কে আমদানীকারকের নাম, ঠিকানা ও ঘোষিত পরিমাপের সাথে লোগো সংযুক্ত না থাকায় ১৫০০/- টাকা ; অবৈধভাবে গজ কাঠির ব্যবহারে দায়ে মেসার্স আয়াত কাপড়ের দোকান কে ১৫০০/- টাকা ; মেসার্স খান ক্লথ স্টোর কে ২০০০/-টাকা ; মেসার্স হাজী সুইট, লক্ষীপুর, রাজপাড়া, রাজশাহী কে দই এর পাত্রে ওজন ও মূল্য লেখা না থাকায় ৩০০০/- টাকা ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক মোঃ খাইরুল ইসলাম, পরিচালক, (বিএসটিআই), রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.