বিএসটিআই রাজশাহী’র উদ্যোগে ভ্রাম্যমান আদালত-সার্ভিল্যান্স টীমের আভিযান

 বিএসটিআই প্রতিবেদক: বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে মে,২০২১ মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সর্বমোট ০৭টি ভ্রাম্যমান আদালতে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় ১১টি মামলায় ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
৬টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় ‘বিএসটিআই আইন,২০১৮’ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ১০টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৭টি মামলায় ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৪টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনার মাধ্যমে ০৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.