বিএসটিআই রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিএসটিআই প্রতিবেদক: বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে মার্চ,২০২১ মাসে ওজন ও পরিমাপে কারচুপি, অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় সর্বমোট ০৪টি ভ্রাম্যমান আদালতে ‘ওজন ও পরিমাপ মানদÐ আইন, ২০১৮’ এর আওতায় ০৫টি মামলায় ১,৫৩,৫০০/- (এক লক্ষ তিপান্ন হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ০৮টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ১১টি পেট্রোল পাম্পে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করায় ১১টি সহ সর্বমোট ১৭টি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং রাজশাহী বিভাগের সকল জেলার বিভিন্ন উপজেলায় ‘বিএসটিআই আইন,২০১৮’ এর আওতায় বিএসটিআই’র মান সনদ না থাকায় ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের দায়ে মোট ০৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩টি মামলায় ১,৮৫,০০০/- (এক লক্ষ পঁচাশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয় (আনুমানিক ৩০০পিস নকল ও ভেজাল স্কীন ক্রীম জব্দ করা হয়) ও ১১টি সার্ভিল্যান্স টীমের অভিযান পরিচালনা মাধ্যমে ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.