বিএসটিআই এর উদ্যোগে সার্ভিল্যান্স টীমের মাধ্যমে নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান

বিএসটিআই প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে আজ ৩০-০৬-২০১৯ খ্রিঃ তারিখে একটি সার্ভিল্যান্স টীমের মাধ্যমে নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সর্বমোট ২০টি প্রতিষ্ঠানে স্কোয়াড/ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রঃ নং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পণ্য জরিমানা/অপরাধ
১. মেসার্স পাবনা বেকারী,
সিংড়া, নাটোর। বিস্কুট, পাউরুটি ওজন ও মূল্য উল্লেখ নেই।
২. মেসার্স জাহানারা বস্ত্র বিতান, চান্দাইকোনা, সিরাজগঞ্জ। কাপড় অবৈধ গজ কাঠির ব্যবহার।
৩. মেসার্স জবা দইঘর,
চান্দাইকোনা, সিরাজগঞ্জ। দই ওজনে কম।
৪. মেসার্স সঞ্জিতা দইঘর,
চান্দাইকোনা, সিরাজগঞ্জ। দই ওজন ও মূল্য উল্লেখ নেই।
৫. মেসার্স সুলতানিয়া দাউদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, সিংড়া, নাটোর। দই উৎপাদন তারিখ ও মেয়াদ উল্লেখ নেই।
৬. মেসার্স বগুড়া দই এন্ড মিষ্টান্ন ভান্ডার, সিংড়া, নাটোর। দই ওজনে কম এবং উৎপাদন তারিখ ও মেয়াদ উল্লেখ নেই।

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.