বিএসটিআই এর উদ্যোগে বগুড়া জেলায় সার্ভিল্যান্স অভিযান

বিএসটিআই প্রতিবেদকবাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), বগুড়া এর উদ্যোগে অদ্য ০৮-০৯-২০১৯ খ্রিঃ তারিখে বগুড়া জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ০২টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় সর্বমোট ০৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রঃ নং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পণ্য অপরাধ/জরিমানা:

১. মেসার্স বন্ধু ট্রেডার্স, চন্ডিহারা বাজার স্কুল সংলগ্ন, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। লিটার মেজার্স ০২টি লিটার মেজার্স (১০লিটার ও ৫লিটার) এ ১০০ ও ৫০ মি.লি পরিমাণ কম জ্বালানী তেল সরবরাহ অবস্থায় পাওয়া যায় (মামলা প্রক্রিয়াধীন)

২. মেসার্স আকন্দ ট্রেডার্স, ঢাকা-রংপুর মাদ্রাসা সংলগ্ন, মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া। লিটার মেজার্স ০৫টি লিটার মেজার্স এ ৭০মি.লি. পরিমাণ কম জ্বালানী তেল সরবরাহ ও ০১টি ডিসপেন্সিং ইউনিট সীল বিহীন অবস্থায় পাওয়া যায়।
(মামলা প্রক্রিয়াধীন)

জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক (মোঃ খাইরুল ইসলাম) উপপরিচালক (মেট্রোলজি) বিভাগীয় অফিস প্রধান #

Comments are closed, but trackbacks and pingbacks are open.