বিএসটিআই এর অভিযানে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, জরিমানা

বিএসটিআই প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে আজ ২৪-০৬-২০১৯ খ্রিঃ তারিখে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলির ওজন পরিমাপ পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ক্রঃ নং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পণ্য জরিমানা/অপরাধ
১. মেসার্স আলাউদ্দিন হার্ডওয়ার মার্ট, মোহনপুর বাজার, রাজশাহী। ফ্লাটফর্ম স্কেল  যাচাই ও স্ট্যাম্পিং করা হয়েছে।
২. মেসার্স মৌসুমী ফিলিং স্টেশন, মোহনপুর, রাজশাহী। ডিসঃ ইউনিট ০৪টি পরিমাপ সঠিক পাওয়া যায়।
৩. মেসার্স কেশরহাট ফিলিং স্টেশন, কেশরহাট, মোহনপুর, রাজশাহী। ডিসঃ ইউনিট ০৩টি পরিমাপ সঠিক পাওয়া যায়।
৪. মেসার্স নিউ মডার্ণ জুয়েলার্স কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী। ডিজিটাল স্কেল ভরি হিসেবে ব্যবহার করছে (মামলা প্রক্রিয়াধীন)।
৫. মেসার্স বিসমিল্লাহ জুয়েলার্স কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী। ডিজিটাল স্কেল ভরি হিসেবে ব্যবহার করছে (মামলা প্রক্রিয়াধীন)।
৬. মেসার্স রহমান ফিলিং স্টেশন, কেশরহাট, মোহনপুর, রাজশাহী। ডিসঃ ইউনিট ০৩টি পরিমাপ সঠিক পাওয়া যায়। জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.