BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

মৌলভীবাজার প্রতিনিধি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে তারা বাংলাদেশে ফিরে এলেও বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ দীর্ঘ ছয় মাস ধরে সেখানে পড়ে ছিল।

অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পতাকা বৈঠকের পর সেই ব্যাগটি স্বর্ণালংকারসহ ওই দম্পতির হাতে তুলে দেয় বিএসএফ।

শুক্রবার (৭ নভেম্বর) বিজিবি জানায়, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের তারেকপুর ক্যাম্পের বিএসএফ ১৭১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করেন। পরদিন (২৮ এপ্রিল) বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালীন সময় তাদের একটি ব্যাগ সেখানেই থেকে যায়। ব্যাগটিতে ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে এবং ব্যাগটি মালিকদের কাছে ফেরত দেয়ার আগ্রহ প্রকাশ করে। বিজিবি বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দম্পতিকে বিজিবির ফুলতলা বিওপি এলাকার বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিওপি ও বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রীর হাতে তুলে দেয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি পতাকা বৈঠকের মাধ্যমে মালিকের হাতে তুলে দেয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫ ই আগস্ট এর পর প্রথম নিজ জেলায় সফরে আসছেন রাষ্ট্রপতি নানা আয়োজনে রাজশাহীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন ‘খুব শিগগিরই’ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আশা ট্রাম্পের মিশিগানের ডিয়ারবর্নে ফের মেয়র নির্বাচিত আবদুল্লাহ হাম্মুদ শাহ আরেফিন টিলায় পাথর লুটের মহোৎসব, বিপন্ন পর্যটন-ঐতিহ্য বিএসএফ ক্যাম্পে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ যেভাবে ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য আজ ঐতিহাসিক ৭ নভেম্বর ও শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল