বিএসএফের গুলিতে দামুড়হুদার ঠাকুরপুরে যুবক নিহত : টানটান উত্তেজনা 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওমেদুল হক (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে  দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ওমেদুল হক ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের ওমেদুল হক সহ ৫-৬ জন গরু ব্যবসায়ী আজ রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন।

এ সময় ভারতের মালুয়াপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে ওমেদুল হক ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে তার লাশ ভারতের একশ গজ অভ্যন্তরে মালুয়া পাড়া সীমান্তে পড়ে আছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.