বিএনপি সারাদেশে একযুগে বোমা মেরেছে আর শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ করেছে – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন,একটি সময় আমরা দেখেছি সাড়াদেশে এক সঙ্গে বোমা মেরেছে বিএনপি জামায়াত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এক সঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।
প্রতিমন্ত্রী শনিবার বিকালে জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতিককে জয়যুক্ত করার লক্ষে হাড়গিলা পশ্চিম নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেনন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এ দেশের মানুষ ততদিন সুখ শান্তিতে বসবাস করবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতার চেয়ারে বসাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওয়ার্ড সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি ইউনিয়নের চেয়ারম্যান রোমান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী,ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.